বাংলার খবর২৪.কম: বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেবহরে ডাকাতি চালিয়েছে জলদস্যু রাজু বাহিনী। ডাকাতির সময় মুক্তিপণের দাবিতে এফবি জাহিদ হাসান নামে একটি ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে তারা। সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত সুন্দরবনসংলগ্ন সোনারচর, রুপার চর ও তালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ট্রলারের মাঝি ইলিয়াছ বলেন, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত সুন্দরবনসংলগ্ন সোনারচর, রুপারচর ও তালতলায় জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিল সেই সময় ২৫-৩০ জনের সশস্ত্র ডাকাতদল জেলেবহরে হামলা চালায়। এ সময় এফবি জাহিদ হাসান ট্রলারসহ ৫০ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের স্বজনদের ০১৭৫৫৫২৯৯৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বলেছে জলদস্যু রাজু বাহিনী। ডাকাতির সময় অন্তত ৫৫ লাখ টাকার মাছ রসদ সামগ্রী লুটপাট করে নিয়ে যায় দস্যু বাহিনী।
ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান বলেন, অপহৃতদের উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান