ঢাকা : সাম্প্রদায়িকতা বিরোধী লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকেই একুশে বইমেলায় 'বিজ্ঞান লেখকদের' এক আড্ডায় থাকা লোকজনকে সন্দেহ করে আসছে তার পরিবার। অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় সন্দেহভাজন সেই যুবকদের ছবি তুলে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।
সোমবার সকালে তিনি রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। ওই সময় ছেলে হত্যার নানা অজানা ক্লু সম্পর্কেও গোয়েন্দাদের তথ্য দেন অধ্যাপক অজয় রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক অজয় রায় বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মিন্টো রোডে ডিবি পুলিশের উপকমিশনার কৃষষ্ণপদ রায়ের সঙ্গে দেখা করেন। তার হাতে সন্দেহভাজন কয়েকজনের ছবি তুলে দেন।
অজয় রায় বলেন, নিজে অনুসন্ধান চালিয়ে ছবিগুলো সংগ্রহ করেছেন। অভিজিৎ হত্যার কিছু সময় আগে ওই লোকগুলো বইমেলায় অভিজিৎ ও তার স্ত্রী বন্যার সঙ্গে বসে আড্ডা দিয়েছে। পূর্বনির্ধারিত ওই আড্ডায় লোকগুলোর থাকার কথা ছিল না। তারা সেখানে কেন গেল, অভিজিৎ হত্যার পর তারা কোথায় আছে- এসব প্রশ্নের উত্তর পেলেই খুনিদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও 'মুক্তমনা' ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। একই সময় আহত হন অভিজিতের স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই মামলাটি তদন্ত করছে। অভিজিৎ ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইর একটি প্রতিনিধি দলও ঢাকায় তদন্ত কার্যক্রমে যুক্ত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান