পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

পুলিশকে সন্দেহভাজনদের ছবি দিলেন অভিজিতের বাবা

ঢাকা : সাম্প্রদায়িকতা বিরোধী লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকেই একুশে বইমেলায় ‘বিজ্ঞান লেখকদের’ এক আড্ডায় থাকা লোকজনকে সন্দেহ করে আসছে তার পরিবার। অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় সন্দেহভাজন সেই যুবকদের ছবি তুলে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।

সোমবার সকালে তিনি রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। ওই সময় ছেলে হত্যার নানা অজানা ক্লু সম্পর্কেও গোয়েন্দাদের তথ্য দেন অধ্যাপক অজয় রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক অজয় রায় বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মিন্টো রোডে ডিবি পুলিশের উপকমিশনার কৃষষ্ণপদ রায়ের সঙ্গে দেখা করেন। তার হাতে সন্দেহভাজন কয়েকজনের ছবি তুলে দেন।

অজয় রায় বলেন, নিজে অনুসন্ধান চালিয়ে ছবিগুলো সংগ্রহ করেছেন। অভিজিৎ হত্যার কিছু সময় আগে ওই লোকগুলো বইমেলায় অভিজিৎ ও তার স্ত্রী বন্যার সঙ্গে বসে আড্ডা দিয়েছে। পূর্বনির্ধারিত ওই আড্ডায় লোকগুলোর থাকার কথা ছিল না। তারা সেখানে কেন গেল, অভিজিৎ হত্যার পর তারা কোথায় আছে- এসব প্রশ্নের উত্তর পেলেই খুনিদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। একই সময় আহত হন অভিজিতের স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই মামলাটি তদন্ত করছে। অভিজিৎ ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইর একটি প্রতিনিধি দলও ঢাকায় তদন্ত কার্যক্রমে যুক্ত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

পুলিশকে সন্দেহভাজনদের ছবি দিলেন অভিজিতের বাবা

আপডেট টাইম : ০৩:১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫

ঢাকা : সাম্প্রদায়িকতা বিরোধী লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকেই একুশে বইমেলায় ‘বিজ্ঞান লেখকদের’ এক আড্ডায় থাকা লোকজনকে সন্দেহ করে আসছে তার পরিবার। অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় সন্দেহভাজন সেই যুবকদের ছবি তুলে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।

সোমবার সকালে তিনি রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। ওই সময় ছেলে হত্যার নানা অজানা ক্লু সম্পর্কেও গোয়েন্দাদের তথ্য দেন অধ্যাপক অজয় রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক অজয় রায় বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মিন্টো রোডে ডিবি পুলিশের উপকমিশনার কৃষষ্ণপদ রায়ের সঙ্গে দেখা করেন। তার হাতে সন্দেহভাজন কয়েকজনের ছবি তুলে দেন।

অজয় রায় বলেন, নিজে অনুসন্ধান চালিয়ে ছবিগুলো সংগ্রহ করেছেন। অভিজিৎ হত্যার কিছু সময় আগে ওই লোকগুলো বইমেলায় অভিজিৎ ও তার স্ত্রী বন্যার সঙ্গে বসে আড্ডা দিয়েছে। পূর্বনির্ধারিত ওই আড্ডায় লোকগুলোর থাকার কথা ছিল না। তারা সেখানে কেন গেল, অভিজিৎ হত্যার পর তারা কোথায় আছে- এসব প্রশ্নের উত্তর পেলেই খুনিদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। একই সময় আহত হন অভিজিতের স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই মামলাটি তদন্ত করছে। অভিজিৎ ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইর একটি প্রতিনিধি দলও ঢাকায় তদন্ত কার্যক্রমে যুক্ত হয়।