ঢাকা : ভারতের সঙ্গে মাদক চোরাচালান ও মাদকের অপব্যবহার-বিরোধী চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
সোমবার রাজধানীর একটি হোটেলে ভারতের ১০ জন ও বাংলাদেশের ১১ জন প্রতিনিধির উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়।
এই চুক্তির অধীনে থাকছে, সীমান্তে মাদক চাষ বন্ধ, মাদকের কারখানা শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করা, মাদক চোরাচালান রোধ ও মাদকদ্রব্য তৈরি করার সামগ্রী পাচার রোধসহ আরও অন্যান্য কাজ।
মাদক নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে এটি চতুর্থ বৈঠক। এর আগে ২০০৯ সালে প্রথম, ২০১১ সালে ও ২০১২ সালে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।