কক্সবাজার : কক্সবাজার কলাতলী হোটেল মোটেল জোনে অবস্থিত ৫টি কটেজ থেকে দালাল, খদ্দের ও যৌনকর্মীসহ ২৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
জানা যায়. অভিযান চালানো হলে কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত আশিকের মালিকানাধীন কম্পোট কটেজ থেকে ৪ জন, ঈসমাইলের নেতৃত্বে থাকা আমির ড্রীম কটেজ থেকে ১ জন, সী টাউন কটেজ থেকে ৩ জন, সমুদ্র বিলাস থেকে ১ জন ও মায়া কানন থেকে ১৫ জন যৌনকর্মীকে আটক করা হয়। উক্ত কটেজে নিয়ন্ত্রণে থাকা ৪জন দালাল ও খদ্দেরকে আটক করা হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের যাচাই বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান