ঢাকা: তিন সিটি নির্বাচনী এলাকায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অনুমতি ছাড়া বদলি না করার জন্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিব সিরাজুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার কাছে এই চিঠি পাঠানো হয়।
বিধিমালার ৮৯ বিধি অনুযায়ী, ‘সিটি নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৫ দিন সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ইসির অনুমতি ছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা যাবে না।’
উল্লেখ্য, তফসিল অননুযায়ী আগামী ২৮ এপ্রিল একযোগে এ তিন সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ৯ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বলে ইসি জানিয়েছে।