সিরাজগঞ্জ : কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ও চলতি মার্চ মাসের বেতন বন্ধের পত্র প্রদান করা হয়েছে। একইসঙ্গে ওই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও কৈফিয়ত তলব করা হয়েছে।
সোমবার সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে এ পত্র জারি করা হয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দীন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রিফাত আরা সারমিন, নির্মল চন্দ্র মাহাতো, সৈয়দা সোনিয়া ইসলাম, অপু সাহা, শাক্কিল সাপ্তি, ইমরান হোসেন ও সাহেদ খান এই সাতজন চিকিৎসককে অনুপস্থিত দেখেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম সিদ্দিকী কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে সিভিল সার্জন ফিরে এসে ওই সাতজনের মার্চ মাসের বেতন বন্ধসহ কারণ দর্শানোর নোটিশ দেন এবং স্বাস্থ্য কর্মকর্তারও কৈফিয়ত তলব করে পত্র প্রদান করেন।
সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ চিকিৎসককে ১০ কর্ম দিবসের মধ্যে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই ৭ চিকিৎসকের বেতন বন্ধের পত্র সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর পত্রও পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান