জয়পুরহাট : জয়পুরহাটের হাটখোলা সীমান্তে বাংলাদেশি চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সীমানা সোজা করার নামে গত ২১ জানুয়ারি ঐ জমি জোর পূর্বক দখল করে নিয়েছিল বিএসএফ।
সোমবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বাংলাদেশি চাষীদের ওই জমি ফেরত দেয় বিএসএফ।
প্রতক্ষদর্শী জানায়, সোমবার সকাল ১১টায় হাটখোলা সীমান্তের ২৮০ নং মূল পিলারের ১০ নং সাব পিলারের নিকটে এক পতাকা অনুষ্ঠিত হয়। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রাজ্জাক এবং ৭৫ বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার রুপিন্দ্র। এসময় তাদের সাথে বিজিবি ও বিএসএফ-এর অফিসারগণ ও উভয় দেশের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিবাদমান জমি সার্ভে করার পর বিএসএফ কর্তৃক দখলকৃত জমি থেকে নতুন সীমানা (আইল) ভেঙ্গে অপসারণ করা হয়। পরে ঐ জমির মালিকদেরকে তাদের দখল বুঝিয়ে দেওয়া হয়।
এদিকে বিএসএফ কর্তৃক দখল করে নেওয়া আবাদি জমি ফেরত পেয়ে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উচনা সোনাতলা গ্রামের হাফিজ উদ্দীন মন্ডলসহ গ্রামবাসী।
উল্লেখ, গত ২১ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাটখোলা সীমান্তের উচনা সোনাতলা মৌজার ২৮০ নং মূল পিলারের ১০ নং সাব পিলার থেকে ১২ নং সাব পিলার পর্যন্ত স্টিপ ম্যাপ অনুযায়ী পিলার টু পিলার সোজা করতে গিয়ে বাংলাদেশি গরীব চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি দখল করে নেয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান