বাংলার খবর২৪.কম: বিএনপি ‘যত গর্জায়, তত বর্ষায়’ না বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের (র.) ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি, রাজনৈতিক ইস্যুতে বিএনপির মাঠে নামা নিয়ে যে আলোচনা চলছিল, সে প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিএনপি মাঝে-মধ্যে গর্জে ওঠার পরিকল্পনা করছে। সময় সময় বড় বড় কথাও বলছে। কিন্তু, তাদের মাঠে তেমন কোনো কার্যকারিতা নেই। তার প্রমাণ মঙ্গলবারের সমাবেশেও দেখা গেছে। আসালে তারা যত গর্জায় তত বর্ষায় না।
তিনি বলেন, তারপরও তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। কারণ, তারা ষড়যন্ত্র করছে এবং করে যাবে। এজন্য আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আবদুর রশিদ তর্কবাগীশ সম্পর্কে মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন আন্দোলন ও স্বৈরাচার শোষকের পতনে অগ্রণী ভূমিকা ছিল আব্দুর রশিদ তর্কবাগীশের। বিভিন্ন আন্দোলনে তাঁর পরামর্শ ও নেতৃত্বে আমরা জয়লাভ করেছি। তিনি ধর্মপ্রাণ মানুষ হিসেবে যেমন পরিচিতি লাভ করেছিলেন; ঠিক তেমনি অসাম্প্রায়িক নেতা হিসেবেও তাঁর অনেক খ্যাতি রয়েছে।
সভায় বক্তারা বলেন, তিনি সেই বাঙালি (আবদুর রশিদ তর্কবাগীশ) যিনি তৎকালীন পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন। তাঁর রাজনৈতিক আদর্শ সবসময় গণমানুষের মুক্তির পাথেয় হিসেবে থাকবে। তাঁর জীবন থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। তাই, এই মহান নেতার জীবনী সবার জানা জরুরি।
শিরোনাম :
বিএনপি যত গর্জায় তত বর্ষায় না : মেনন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪
- ১৬৭১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ