ডেস্ক : সিরিয়া, ইরাক এবং লিবিয়ার মত, ইয়েমেনও একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত।
নিরাপত্তা পরিষদের এক জরুরী বৈঠকে জামাল বেনওমর জানান, শিয়া মুসলমান হুতি বিদ্রোহীরা পুরো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না।
মি. বেনওমর বলেছেন যে, এটা ভাবা ভুল হবে যে হুতিরা পুরো দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চল দখল করে নিতে সমর্থ হবে।
আবার, সেই সঙ্গে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুর হাদি ক্ষমতা পুন:দখল করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগার করতে সমর্থ হবেন, সেটিও পুরোপুরি ভুল।
ফলে দু’পক্ষের মধ্যকার সংঘাত বাড়বে এবং তা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা রয়েছে।
এর আগে, হুতি গোষ্ঠী দক্ষিণাঞ্চলের কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরের নিয়ন্ত্রণ নেয়।
প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদির বিপক্ষে শক্তি অর্জনের অংশ হিসেবে হুতি বিদ্রোহীরা এই শহরটির দখল নেয়।
প্রেসিডেন্ট হাদি বিদ্রোহিদের নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে পালিয়ে এখন দেশটির দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছেন।
তিনি ইরানের সহায়তায় বিদ্রোহীদের তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর জন্য দায়ী করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান