ঢাকা: স্বামীর দেয়া এসিডে দগ্ধ হলেন স্ত্রী ইয়াসমীন আক্তার (৩৫)। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী সালাউদ্দিন আহম্মেদ পলাশ (৩৯) পলাতক রয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধের ছোট বোন বৃষ্টি জানায়, পরকীয়ার সন্দেহে সবসময় পলাশ তার স্ত্রী ইয়াসমীনের উপর নির্যাতন করতো। কোন রকমের প্রমাণ ছাড়াই সবসময় তার উপর নির্যাতন করা হতো। সে জানায়, পলাশ ল্যান্ডের ব্যবসার সাথে জড়িত ছিল। কিন্তু তার বোনের ভরণ-পোষণ কিছুই দিতনা। তাই ইয়াসমীন বাড়িতে বাড়িতে কাপড়ের ব্যবসা করতো। যেটা তার স্বামী পলাশের পছন্দ হতো না। নিষেধ করার পরও এ ব্যবসা চালিয়ে যাওয়ায় রোববার সন্ধ্যার দিকে তাকে মারধর করে। পরে রাতে কি যেন বলবে বলে বাড়ির বাহিরে নিয়ে তার সারা শরীরে এসিডে নিক্ষেপ করে।
সে আরো জানায়, গত কয়েকদিন আগেও একবার মারধর করে ইয়াসমীনের দু হাত ভেঙ্গে দিয়েছিল পলাশ। সেটা সুস্থ হতে না হতেই আবার এসিড নিক্ষেপ করে সে। বর্তমানে ইয়াসমীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান