রাজশাহী : রাজশাহীর বাঘা পোস্ট অফিসের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এতে অফিসের পুরনো কিছু কাগজপত্র পুড়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণও খুব বেশী নয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঘা থানা পুলিশও।
এ তথ্য নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, অগ্নিসংযোগীকারীদের চিহ্নিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা হরতাল-অবরোধ সমর্থক। নাশকতার উদ্দেশ্যেই এ আগুন দেয়া হয়েছিলো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
ওসি আরো বলেন, রাতে অফিসের দোতলা ভবনের পেছন দিকের নিচতলার একটি কক্ষে কাঁচের জানালা ভেঙে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের সামন্য কিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছার আগেই পোস্ট মাস্টার আব্দুর রাজ্জাক ও নৈশ্যপ্রহরী বাদলসহ স্থানীয়রা দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান