ওয়ানডে সিরিজে অবতীর্ণ হতে ওয়েস্ট ইন্ডিজ দল গত ২দিন অবস্থান করছে গ্রেনাডায়, অথচ সিরিজপূর্ব অনুশীলনে দলের হেড কোচ ওটিস গিবসনকে খুঁজে পাওয়া যায়নি! গত ৪ বছর ২৯ টেস্ট, ৯০ ওয়ানডে এবং ৪৫টি টি-২০ ম্যাচে উইন্ডিজ দলের কোচকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিনিদাদ এন্ড টোবাগো গর্ডিয়ান এর তথ্যমতে ওটিস গিবসনকে সরিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের কোচ এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারকে দেয়া হয়েছে উইন্ডিজ ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব। কোচের শর্ট লিস্টে শ্রীলংকার ব্যাটিং কোচ মারভান আতাপাত্তুর নামও আছে বলে জানিয়েছে ওই পত্রিকাটি। তবে ওটিস গিবসন সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও ত্রিনিদাদ এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন অনুশীলনে গিবসনের অনুপস্থিতির কথা নিশ্চিত করেছেন- ‘তিনি গ্রেনাডায় নেই, আমরা কেবল এটুকুই নিশ্চিত করতে পারি। এছাড়া আর কিছুই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না। আমরা আলোচনা করছি।’ তবে সিরিজ শুরুর আগের দিন দলের সঙ্গে কোচের না থাকার খবরটি স্বাগতিকদের বড় ধরনের ভাবনায় ফেলেছে, সন্দেহ নেঈ।
শিরোনাম :
উইন্ডিজ কোচ গিবসন আর দলের সঙ্গে নেই
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪
- ১৭০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ