পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

সিটি নির্বাচন : সম্ভাব্য প্রার্থীদের তালিকা করছে বিএনপি

ঢাকা : আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া হলেও ভেতরে ভেতরে সিটি নির্বাচনের প্রস্তুতি চলছে বিএনপিতে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশও দিয়েছেন।

নির্বাচনে যেতে দলের সব মহলের পরামর্শের পরপরই বিএনপি চেয়ারপারনের এ নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসলে যাতে দ্রুতই পদক্ষেপ নেয়া যায় সে ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনে সম্পৃক্তদের অগ্রাধিকার দেবে বিএনপি। দলের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলেও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, শুরুতে প্রতিটি পদে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হবে। কারণ, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত, কারাগারে আটক ও আইনি জটিলতায় যদি কারো প্রার্থীতা বাতিল হয় সেক্ষেত্রে বিকল্প প্রার্থীকেই সমর্থন দেবে বিএনপি। ঢাকা ও চট্টগ্রাম সিটিতে সর্বশেষ নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ওই নির্বাচনগুলোতে কাউন্সিলর পদেও বিএনপি সমর্থিতরা বেশি বিজয়ী হয়েছেন। নির্বাচিত সাবেক ও বর্তমান এসব জনপ্রতিনিধিদের অনেককে কাজে লাগাবে বিএনপি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিটি নির্বাচনে এবার প্রার্থী বাছাইয়ে সম্পদশালীদের অগ্রাধিকার না দিয়ে কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয়দের গুরুত্ব দেয়া হবে। সেই বিবেচনায় সম্পদশালী সাবেক (দলীয় কাজে নিষ্ক্রিয়) কাউন্সিলররা দলীয় সমর্থন নাও পেতে পারেন। দলটির নীতিনির্ধারণী মহল মনে করছে, রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন এবং তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার এখনই উপযুক্ত সময়। যাতে করে আগামীদিনে ঢাকা শহর বিএনপির ঘাঁটিতে পরিণত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, অন্যান্য সিটি নির্বাচনের ন্যায় এ তিন সিটিতেও জয় পেতে সর্বোচ্চ কৌশলী হবে বিএনপি। প্রার্থী বাচাইয়ে যথেষ্ট সতর্ক থাকবে দলটি। ক্ষমতাসীনদের সমর্থিত প্রার্থীদের অবস্থান পর্যবেক্ষণে রয়েছে বিএনপি।

জানা গেছে, ঢাকা (উত্তর) সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুই রয়েছেন আলোচনার শীর্ষে। দক্ষিণে নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল (দুই জনই) আলোচনায় এগিয়ে। এছাড়া ঢাকার দুই সিটিতে আলোচনায় রয়েছেন আরো বেশ কয়েকজন প্রার্থী। সম্ভাব্য প্রার্থী তালিকায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (দক্ষিণ), যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু (উত্তর), রুহুল কবির রিজভী আহমেদ (দক্ষিণ), নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুম (উত্তর),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন (দক্ষিণ), অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম (দক্ষিণ) ও দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু (দক্ষিণ)-এর নাম শোনা যাচ্ছে। চট্টগ্রাম সিটিতে মেয়র পদে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বর্তমান মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নাম আলোচনায় রয়েছে। এদের মধ্যে এগিয়ে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

অবশ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুয়ায়ী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর হিসেবে প্রার্থী হতে হলে তাকে অবশ্যই নির্বাচনী সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে। অন্যথায় নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।

এদিকে বিএনপি’র ঢাকার সাবেক বেশ কয়েকজন কাউন্সিলরের সঙ্গে আলাপকালে তারা শীর্ষ নিউজকে জানান, সিটি নির্বাচন আদৌ হবে কি না তা নির্ভর করছে ক্ষমতাসীনদের উপর। আর বিএনপি’র নির্বাচনে যাওয়া না যাওয়া নির্ভর করছে দলীয় প্রধান খালেদা জিয়ার সিদ্ধান্তের উপর। ম্যাডামের (খালেদা জিয়া) নির্দেশনার আলোকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।

দলের হাইকমান্ড থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে কি না জানতে চাইলে সম্ভাব্য একাধিক প্রার্থী এর সত্যতা স্বীকার করেছেন।

দলটির আরেকটি সূত্র জানায়, সিটি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠনিক ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চলমান কর্মসূচি শিথিল করা হতে পারে। তবে সারাদেশে ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২৮ এপ্রিল ভোটগ্রহণের তারিখ হিসেবে গত ১৮ মার্চ তিন সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ মার্চ। ১-২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

সিটি নির্বাচন : সম্ভাব্য প্রার্থীদের তালিকা করছে বিএনপি

আপডেট টাইম : ০৬:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫

ঢাকা : আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া হলেও ভেতরে ভেতরে সিটি নির্বাচনের প্রস্তুতি চলছে বিএনপিতে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশও দিয়েছেন।

নির্বাচনে যেতে দলের সব মহলের পরামর্শের পরপরই বিএনপি চেয়ারপারনের এ নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসলে যাতে দ্রুতই পদক্ষেপ নেয়া যায় সে ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনে সম্পৃক্তদের অগ্রাধিকার দেবে বিএনপি। দলের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলেও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, শুরুতে প্রতিটি পদে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হবে। কারণ, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত, কারাগারে আটক ও আইনি জটিলতায় যদি কারো প্রার্থীতা বাতিল হয় সেক্ষেত্রে বিকল্প প্রার্থীকেই সমর্থন দেবে বিএনপি। ঢাকা ও চট্টগ্রাম সিটিতে সর্বশেষ নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ওই নির্বাচনগুলোতে কাউন্সিলর পদেও বিএনপি সমর্থিতরা বেশি বিজয়ী হয়েছেন। নির্বাচিত সাবেক ও বর্তমান এসব জনপ্রতিনিধিদের অনেককে কাজে লাগাবে বিএনপি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিটি নির্বাচনে এবার প্রার্থী বাছাইয়ে সম্পদশালীদের অগ্রাধিকার না দিয়ে কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয়দের গুরুত্ব দেয়া হবে। সেই বিবেচনায় সম্পদশালী সাবেক (দলীয় কাজে নিষ্ক্রিয়) কাউন্সিলররা দলীয় সমর্থন নাও পেতে পারেন। দলটির নীতিনির্ধারণী মহল মনে করছে, রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন এবং তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার এখনই উপযুক্ত সময়। যাতে করে আগামীদিনে ঢাকা শহর বিএনপির ঘাঁটিতে পরিণত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, অন্যান্য সিটি নির্বাচনের ন্যায় এ তিন সিটিতেও জয় পেতে সর্বোচ্চ কৌশলী হবে বিএনপি। প্রার্থী বাচাইয়ে যথেষ্ট সতর্ক থাকবে দলটি। ক্ষমতাসীনদের সমর্থিত প্রার্থীদের অবস্থান পর্যবেক্ষণে রয়েছে বিএনপি।

জানা গেছে, ঢাকা (উত্তর) সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুই রয়েছেন আলোচনার শীর্ষে। দক্ষিণে নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল (দুই জনই) আলোচনায় এগিয়ে। এছাড়া ঢাকার দুই সিটিতে আলোচনায় রয়েছেন আরো বেশ কয়েকজন প্রার্থী। সম্ভাব্য প্রার্থী তালিকায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (দক্ষিণ), যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু (উত্তর), রুহুল কবির রিজভী আহমেদ (দক্ষিণ), নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুম (উত্তর),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন (দক্ষিণ), অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম (দক্ষিণ) ও দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু (দক্ষিণ)-এর নাম শোনা যাচ্ছে। চট্টগ্রাম সিটিতে মেয়র পদে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বর্তমান মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নাম আলোচনায় রয়েছে। এদের মধ্যে এগিয়ে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

অবশ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুয়ায়ী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর হিসেবে প্রার্থী হতে হলে তাকে অবশ্যই নির্বাচনী সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে। অন্যথায় নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।

এদিকে বিএনপি’র ঢাকার সাবেক বেশ কয়েকজন কাউন্সিলরের সঙ্গে আলাপকালে তারা শীর্ষ নিউজকে জানান, সিটি নির্বাচন আদৌ হবে কি না তা নির্ভর করছে ক্ষমতাসীনদের উপর। আর বিএনপি’র নির্বাচনে যাওয়া না যাওয়া নির্ভর করছে দলীয় প্রধান খালেদা জিয়ার সিদ্ধান্তের উপর। ম্যাডামের (খালেদা জিয়া) নির্দেশনার আলোকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।

দলের হাইকমান্ড থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে কি না জানতে চাইলে সম্ভাব্য একাধিক প্রার্থী এর সত্যতা স্বীকার করেছেন।

দলটির আরেকটি সূত্র জানায়, সিটি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠনিক ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চলমান কর্মসূচি শিথিল করা হতে পারে। তবে সারাদেশে ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২৮ এপ্রিল ভোটগ্রহণের তারিখ হিসেবে গত ১৮ মার্চ তিন সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ মার্চ। ১-২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।