ঢাকা : কোন কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শামীম এবং সোহাগ নামের দুই ছাত্রকে কলাবাগান থানা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
তবে পুলিশের দাবি তাদেরকে মিছিল থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে, কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর বলেন, মিছিল থেকে দুইজন ছাত্রকে আটক করা হয়েছে। একজন নাম শামীম আর অপরজনের নাম তিনি বলতে পারেননি।
কলাবাগান থানার ওসিও বললেন, ৪ জন আটক আছে। তাদের নাম জানি না।
আটককৃত শামিম আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা রতন আলী ও সোহাগের বাবা শেখ ইয়াসিন আলী জানান, রোববার সকাল সাড়ে ৭টায় হোটেলে নাস্তা করার সময় কোন কারণ ছাড়াই মিছিলকারী সন্দেহে তাদের আটক করে কলাবাগান পুলিশ। আমাদের সন্তানরা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। তাদের নামে কোন মামলা বা অভিযোগ নেই। তবুও পুলিশ তাদের আটকে রেখেছে। বারবার চেষ্টার পরও পুলিশ তাদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান