যশোর : যশোর শহরতলীর বাউলিয়া-হামিদপুর এলাকায় বিশ্বজিৎ ম-ল নামে এক এনজিও কর্মীকে গুলি করে তার কাছে থাকা কালেকশনের টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিশ্বজিৎকে ২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার বাম বুকে এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশন ঝুমঝুমপুর শাখার ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত। তার বাড়ি অভয়নগর উপজেলার দামুখালি গ্রামে।
জাগরণী চক্রের ঝুমঝুমপুর শাখার ইনচার্জ নাহিদুল ইসলাম জানান, ক্ষুদ্র ঋণের টাকা সংগ্রহ করে বাইসাইকেলযোগে অফিসে ফিরছিলেন বিশ্বজিৎ। যশোর-নড়াইল সড়কের বাউলিয়া ও হামিদপুরের মাঝামাঝি এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা বিশ্বজিৎকে গুলি করে তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইকারীরা বিশ্বজিতের কাছ থেকে কত টাকা লুট করে নিয়েছে তা নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা। তবে অফিস ইনচার্জ নাহিদুল ধারণা করছেন, বিশ্বজিতের কাছে ৪০-৪৫ হাজার টাকা থাকার কথা। দিনে সচরাচর এমন অংকের টাকাই তিনি কালেকশন করেন বলে জানান তিনি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার জানান, বিশ্বজিতের অবস্থা আশঙ্কাজনক।