ঢাকা : মাগুরা-যশোর মহাসড়কে মাগুরার মঘির ঢাল এলাকায় বালুর ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ও বিকেলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন শাকিল (২৫) ও মতিন বিশ্বাস (২৮)। তাদের দুজনেরই বাড়ি মাগুরার মালিগ্রাম এলাকায়। এর আগে শনিবার রাতে ঢামেক হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের ৭৫তম দিন গতকাল শনিবার রাতে ৯ শ্রমিক পেট্রলবোমা হামলায় দগ্ধ হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়।
অপর দগ্ধরা হলেন; ইমরান (২৫), ফারুক (৩৫), নাজমুল (৩৫), নওশের (৪০), ইলিয়াস (৪০), আরব আলী (৩৫), রওশন (৩০) ও ইয়াদুল (৩২)। তাঁদের বাড়ি মাগুরা সদরের মালিগ্রাম এলাকায়।
দগ্ধ শ্রমিকরা জানান, গোপালগ্রাম এলাকায় বালু নামিয়ে খালি ট্রাকে তাঁরা মাগুরা ফিরছিলেন। পথে মঘির ঢাল এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তাঁরা দগ্ধ হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান