বাংলার খবর২৪.কম: ২০১৯ সালের আগেই নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের শক্তি দিয়েই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে। দেশের জনগণ বিএনপির সাথেই রয়েছে।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব অনুষ্ঠান ‘মিট দ্যা প্রেস’-এ একথা বলেন তিনি।
সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা বলছেন সরকার ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তারা আসলে ভুলের স্বর্গে বাস করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে। তাদের জনসমর্থন নেই। সংলাপ তাদের করতেই হবে। রাজনৈতিক সঙ্কট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। হতে পারে না।
বিএনপি জঙ্গীদের মদদদাতা বলে সরকারের মন্ত্রী ও নেতাদের অভিযেগের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে ও বহির্বিশ্বে বিএনপির ভাবমর্যাদা ক্ষুন্ন করে আওয়ামী লীগ সমর্থন আদায়ের জন্যই এসব অপবাদ দিচ্ছে।
তিনি বলেন, বিএনপি কখনোই জঙ্গীবাদকে সমর্থন বা মদদ দেয়নি, বিশ্বাসীও নয়। দেশে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হলে জঙ্গীবাদের কোনো স্থান থাকবে না।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম আযাদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।