
বাংলার খবর২৪.কম: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা করেছিল, তাতে কোনো ফলাফল পায়নি। ফলাফল না পাওয়ায় বিএনপির উপলব্ধি হয়েছে বলেই তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসেছে। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।
বুধবার সকাল ১০টায় রাজধানী গুলশানের হোটেল লেকশোরে ‘ইনোভেশন অ্যান্ড এগ্রিকালচার’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধন্যবাদ জানান।
পরিবেশ সহিষ্ণু গম উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কানাডার একটি গবেষক প্রতিনিধি দলের গম ও ময়দার গুণমান নির্ণয়ের পরীক্ষাসমূহের ধারণা বিনিময় ও গবেষণাকর্ম উপস্থাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে কানাডার হাইকমিশনার হেইডেন ক্রডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ড. প্রফেসর রফিকুল হক, আইসিসিবির মাহবুবুর রহমানসহ কানাডার প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে তার চেয়ে বড় কথা হলো, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
সেমিনার সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, আজকের এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের যে উত্তরোত্তর খাদ্য চাহিদা বেড়েছে, তার উত্তরণের পথ রয়েছে এই গবেষণা কর্মে।
কানাডার হাইকমিশনার হেইডেন ক্রুডেন বলেন, কানাডা পৃথিবীর তৃতীয় বৃহত্তম গম রফতানিকারক দেশ। শুধু তাই-ই নয়, পৃথিবীর সবচেয়ে বড় আটা উৎপাদনকারী দেশও। একশ বছর ধরে কানাডার বিজ্ঞানীরা দেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী গম উৎপাদনের কৌশল উদ্ভাবন করেছেন।