সাভার (ঢাকা): অন্য বছরের চেয়ে এবারের ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে বলে আশা করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
ঈদ উপলক্ষে সাভারে পুলিশের কার্যক্রম পরিদর্শনে গিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি ঈদ সামনে রেখে পুলিশের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সেসব পরিকল্পনা এখন বাস্তবায়নের কাজ চলছে।
হাসান মাহমুদ খন্দকার বলেন, “মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে পুলিশের তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে। তার পরও কিছু জায়গায় সমস্যা রয়েছে। তা থেকে উত্তরণের জন্য কাজ করছে পুলিশ।” ঈদ উপলক্ষে যোগাযোগ মন্ত্রণালয় ও পুলিশ একসঙ্গে কাজ করছে বলেও জানান আইজিপি।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদের কেলেঙ্কারির সঙ্গে জড়িত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনকে আইনের আওতায় আনা হবে কি না জানতে চাইলে আইজিপি বলেন, “ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, ডিআইজি মো. নুরুজ্জামান, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।