ঢাকা : ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হেরে গেলে হারবে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।
তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে হেরে গেলেও এবার হারতে চাই না।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী যেই হোক তার জন্য ঘরে ঘরে যাব। গত ছয় বছরে মহানগরীর উন্নয়ন জনগণের কাছে তুলে ধরব। প্রত্যেক নেতাকর্মীকে প্রার্থীর ভূমিকায় থাকতে হবে। আমরা কাজ করতে চাই। থানা বা ওয়ার্ডের কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে কাজ করতে হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে ফ্রেম ওয়ার্ক শেষ করতে হবে।
সোহাগ বলেন, আগে নগরীতে পানি-বিদ্যুতের অভাবে মানুষের হাহাকার ছিল। কলসি, হাড়ি, পাতিল ও হারিকেন, মোমবাতি নিয়ে মিছিল করত। কিন্তু আজকে এর বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। অথচ যারা সরকারের কর্মকা-ে ঈর্ষান্বিত তারা এ উন্নয়নকে ভালভাবে দেখছে না।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদী হাসান মোল্লাসহ কেন্দ্রীয় নেতারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান