পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

হাসপাতালের জায়গা দখল করে শ্রমিকলীগের অফিস

বগুড়া : বগুড়ায় গায়ের জোরে হাসপাতালের জায়গা দখল করে শ্রমিকলীগের শাখা অফিস করা হয়েছে। সরকারি সম্পত্তি দখলে বাধা দিয়েও দখলদারদের থামাতে পারেনি স্থানীয়রা।

এনিয়ে স্থানীয় যুবলীগ ও শ্রমিকলীগের মধ্যেও চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘাতের আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক ভবন এবং খেলার মাঠ রয়েছে। মাঠের চারদিকে সীমানা প্রচীর দিয়ে ঘেরা। কয়েকদিন আগে মাঠের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোজাফ্ফর হোসেন নিজের ছবি দিয়ে শ্রমিকলীগের শাখা অফিস হিসেবে একটি সাইনবোর্ড ঝুলিয়ে সীমানা প্রাচীরের ভেতরে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করেন।

এসময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা নির্মাণ কাজে বাধা দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাজ বন্ধ করতে পারেনি।

শনিবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য বিভাগের মাঠের পশ্চিম পার্শ্বে সীমানা প্রচীরের উপর ইট গেঁথে উঁচু করা হয়েছে। তার সাথে টিন দিয়ে ঘর তৈরী করে সীমানা প্রচীর ভেঙ্গে সেখানে দরজা লাগানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শ্রমিকলীগ নেতা মোজাফ্ফর হোসেন সেখানে অফিস ঘর ছাড়াও আরো ২টি দোকান ঘর তৈরী করে একটি নিজের নামে এবং আরেকটি নজরুল ইসলাম পাইলট নামের আরেক শ্রমিকলীগ নেতাকে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোন দোকান-ঘর না করায় পাইলট তার বিরুদ্ধে অবস্থান নেয়। পাশাপাশি যুবলীগের নেতাকর্মীরা আবাসিক এলাকায় এবং সরকারি মাঠ দখল করে অফিস তৈরির বিপক্ষে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে মোজাফ্ফর হোসেন শ্রমিকলীগের ২৫-৩০ জন নেতাকর্মীকে উপস্থিত রেখে সরকারি সীমানা প্রাচীর ভেঙ্গে ইট গেঁথে সেখানে দরজা লাগিয়ে জায়গাটি তার নিয়ন্ত্রণে নিয়েছেন।

এ ব্যাপারে শ্রমিকলীগ নেতা মোজাফ্ফর হোসেন বলেন, জায়গা সরকারি, আমি নিজেও সরকারি দলের লোক। সরকারি জায়গায় শ্রমিকলীগের অফিস নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে এবং শহর আওয়ামী লীগের সভাপতির সাথে আলোচনা করেই এখানে অফিস করা হয়েছে।

বগুড়া শহরের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান জানান, স্বাস্থ্য বিভাগের মাঠের জায়গা দখল করে শ্রমিকলীগের অফিস নির্মাণে আইনগতভাবে বাধা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু মোজাফ্ফর হোসেন তার দলবল নিয়ে সরকারি জায়গায় অফিস নির্মাণ করেছে। সেসময় বাধা দিতে গেলে সহিংসতার আশংকা ছিল। এখন এ নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে।

এ বিষয়ে বগুড়ার সিভিল সার্জন ডা. আফজাল হোসেন জায়গাটি স্বাস্থ্য বিভাগের নিশ্চিত করে বলেন, সম্ভবত মাঠটি ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি)। এ বিষয়ে তার কিছু জানা নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

হাসপাতালের জায়গা দখল করে শ্রমিকলীগের অফিস

আপডেট টাইম : ০২:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫

বগুড়া : বগুড়ায় গায়ের জোরে হাসপাতালের জায়গা দখল করে শ্রমিকলীগের শাখা অফিস করা হয়েছে। সরকারি সম্পত্তি দখলে বাধা দিয়েও দখলদারদের থামাতে পারেনি স্থানীয়রা।

এনিয়ে স্থানীয় যুবলীগ ও শ্রমিকলীগের মধ্যেও চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘাতের আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক ভবন এবং খেলার মাঠ রয়েছে। মাঠের চারদিকে সীমানা প্রচীর দিয়ে ঘেরা। কয়েকদিন আগে মাঠের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোজাফ্ফর হোসেন নিজের ছবি দিয়ে শ্রমিকলীগের শাখা অফিস হিসেবে একটি সাইনবোর্ড ঝুলিয়ে সীমানা প্রাচীরের ভেতরে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করেন।

এসময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা নির্মাণ কাজে বাধা দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাজ বন্ধ করতে পারেনি।

শনিবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য বিভাগের মাঠের পশ্চিম পার্শ্বে সীমানা প্রচীরের উপর ইট গেঁথে উঁচু করা হয়েছে। তার সাথে টিন দিয়ে ঘর তৈরী করে সীমানা প্রচীর ভেঙ্গে সেখানে দরজা লাগানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শ্রমিকলীগ নেতা মোজাফ্ফর হোসেন সেখানে অফিস ঘর ছাড়াও আরো ২টি দোকান ঘর তৈরী করে একটি নিজের নামে এবং আরেকটি নজরুল ইসলাম পাইলট নামের আরেক শ্রমিকলীগ নেতাকে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোন দোকান-ঘর না করায় পাইলট তার বিরুদ্ধে অবস্থান নেয়। পাশাপাশি যুবলীগের নেতাকর্মীরা আবাসিক এলাকায় এবং সরকারি মাঠ দখল করে অফিস তৈরির বিপক্ষে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে মোজাফ্ফর হোসেন শ্রমিকলীগের ২৫-৩০ জন নেতাকর্মীকে উপস্থিত রেখে সরকারি সীমানা প্রাচীর ভেঙ্গে ইট গেঁথে সেখানে দরজা লাগিয়ে জায়গাটি তার নিয়ন্ত্রণে নিয়েছেন।

এ ব্যাপারে শ্রমিকলীগ নেতা মোজাফ্ফর হোসেন বলেন, জায়গা সরকারি, আমি নিজেও সরকারি দলের লোক। সরকারি জায়গায় শ্রমিকলীগের অফিস নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে এবং শহর আওয়ামী লীগের সভাপতির সাথে আলোচনা করেই এখানে অফিস করা হয়েছে।

বগুড়া শহরের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান জানান, স্বাস্থ্য বিভাগের মাঠের জায়গা দখল করে শ্রমিকলীগের অফিস নির্মাণে আইনগতভাবে বাধা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু মোজাফ্ফর হোসেন তার দলবল নিয়ে সরকারি জায়গায় অফিস নির্মাণ করেছে। সেসময় বাধা দিতে গেলে সহিংসতার আশংকা ছিল। এখন এ নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে।

এ বিষয়ে বগুড়ার সিভিল সার্জন ডা. আফজাল হোসেন জায়গাটি স্বাস্থ্য বিভাগের নিশ্চিত করে বলেন, সম্ভবত মাঠটি ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি)। এ বিষয়ে তার কিছু জানা নেই।