ঢাকা : তড়িঘড়ি করে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের(সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
একইসঙ্গে নির্বাচন কমিশনের এই তড়িঘড়িতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা।
বদিউল আলম বলেন, বর্তমানে সারাদেশে পেট্রলবোমা হামলা ও বিচার বহির্ভূতহত্যাসহ নানা ধরনের সহিংসতা অব্যাহত রয়েছে। এছাড়া অনেক সম্ভাব্য প্রার্থী মামলার কারণে কারারুদ্ধ বা পলাতক রয়েছেন।
তাই অনেকেই মনে করে আরো কিছুদিন অপেক্ষা করলে চলমান অস্থিরতা অনেকটা প্রশমিত হতো। অপেক্ষাকৃত শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করত। কিন্তু কমিশন সেটা না করে তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যারা কারাগারে রয়েছেন, তাদের জামিনে মুক্তি দিয়ে এবং যারা পালাতক রয়েছে তাদের ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থেকে সরকার নির্বাচনী পরিবেশ তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নির্ধারিত সময়ে প্রার্থীদের হলফনামা প্রকাশ করতে সুজন সম্পাদক নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজনের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন, কেন্দ্রীয় সদস্য হামিদা হোসেন, সহ-সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান