ঢাকা : বিদেশিরা বলেছে, পুলিশ মার্শাল ল’ জারি করেছে। এ কারণেই পুলিশ প্রধানের ঠিক করে দেয়া তারিখেই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ।
শনিবার বেলা ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শওকত মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে।
সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, স্বাধীনতার মাসে প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। মিথ্যার ওপর ভর করে কোন জাতি টিকে থাকতে পারেনা।
বর্তমান সরকারের কারণে আজ গণতন্ত্র ভূলণ্ঠিত হচ্ছে। হঠাৎ করে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন দেয়ার উদ্দেশ্য হচ্ছে অবৈধ সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য বলে মন্তব্য করেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান