যুক্তরাজ্য : যাদুঘর থেকে ফ্যাসিজমের দানবকে বাংলাদেশে নবরুপে জনসম্মুক্ষে হাজির করা হয়েছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় যাওয়ার কারণেই তা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের বাংলাদেশী প্রবাসীরা।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের এক হোটেলে ‘ক্যাম্পেইন ফর স্টপ বাংলাদেশ ফ্যাসিজম’ শীর্ষক আলোচনা সভায় আলোচকরা এ মন্তব্য করেন।
সভায় বক্তব্য রাখেন, কমিনিউটি ব্যক্তিত্ব সামছু মিয়া, আলাপ পত্রিকার সম্পাদক তোফায়েল আহমদ খান সায়েক, শেখ মঞ্জুর রহমান, আখতার মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, এক সময়ে ফ্যাসিজমের নিষ্ঠুর আঘাতে জর্জরিত ছিল ইউরোপ। যাদুঘর থেকে ফ্যাসিজমের সেই দানবকে বাংলাদেশে নবরুপে জনসম্মুক্ষে হাজির করা হয়েছে। এজন্যই মিডিয়ার কণ্ঠরোধ করা হয়েছে।
এজন্য তারা এক শ্রেণির উগ্র-সমর্থক ও পৃষ্ঠপোষক তৈরী করেছে এবং দমন নির্যাতনে দলীয় ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলেও মনে করেন তারা।
সভা থেকে ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে ফ্যসিবাদ বিরোধী প্রচারণা চালানো হবে বলেও ঘোষণা করা হয়।