ঢাকা : রাজধানীসহ সারাদেশে মহাসড়কের নিরাপত্তা ও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৩২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা রয়েছে।
শনিবার সকাল থেকে বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়। শনিবার সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে মোতায়েন রয়েছে।
তিনি আরো বলেন, ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৮ প্লাটুন এবং এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান