লক্ষীপুর : লক্ষীপুরে পুলিশের সাথে মাসুম বিল্লাহ ওরফে লাদেন বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ কিরন ও রুবেল নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষীপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন থেকে অভিযান চালায় পুলিশ। শুক্রবার রাতে লাদেন বাহিনীর অন্যতম সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি কিরনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে রুবেল নামে ওই বাহিনীর আরেক সদস্যকে পুলিশ আটক করে লাদেন মাসুমের এলাকা বশিকপুরের বালাইশপুরে অভিযান চালায়।
তিনি আরো বলেন, রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে লাদেনের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করলে বাহিনীর সদস্য কিরন ও রুবেল গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন। তবে আহত পুলিশ সদস্যদের পরিচয় জানা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান