ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে।
এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার ভোররাতে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের শালিখা নুড়ীতলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১টি চাঁপাতি, ১টি ছোড়া ও দড়ি উদ্ধার করেছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মল্লিকপুর সড়কে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছিল। সেসময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও চালায় পাল্টা গুলি।
উভয়ের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে ৩৫ রাউন্ড গুলিবিনিময় হয়। পরে ডাকাতদল পিছু হটে যায়।
ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান