ফারুক আহমেদ সুজন : রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় উত্তেজনা বিরাজ করছে।
রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু জানান, উপজেলার জাঙ্গীর এলাকায় আশরাফুল ইসলামের সাথে বিশ্বকাপ খেলা নিয়ে মানিক মিয়ার কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইছব মিয়া ও মালেক মিয়াকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে উভয়পক্ষের ইছব মিয়া, মালেক, আবুল বাসার, শামীম মিয়া, আল আমিন, মানিক মিয়া, আশরাফুল হক, শাকিল মাহমুদ, মামুন মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরিফ মিয়া, শরিফ মিয়া, আসাদ আলী, মহি, আশরাফুল হক, রাসেলকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় শরিফ ও আরিফ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।