সিরাজগঞ্জ : ‘নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। সিটি নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্রের পথ থেকে বিএনপি হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় দেড় শ‘ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে, ক্ষমতার বাইরে গিয়ে জ্বালাও-পোড়াও ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী জঙ্গিবাদের নেত্রী। তার দলের নেতারা গোপণ স্থান থেকে হরতাল-অবরোধের গায়েবি ডাক দিলেও সাধারণ মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে না। উন্নয়ন প্রত্যাশী, গণতন্ত্র প্রিয় মানুষ ভয়কে জয় করে এখন রাস্তায় নেমেছেন। কর্মসূচি ঘোষণা করে যারা পালিয়ে বেড়ান, আন্ডারগ্রাউন্ড দলের মত গোপন স্থানে লুকিয়ে থেকে বিবৃতি পাঠান, তাদের মানুষ বিশ্বাস করেন না।’
সমাবেশের আগে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়েও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে জেলার উন্নয়ন বিষয়ক বৈঠকে যোগ দেন।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির বকুল এতে সভাপতিত্ব করেন। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু প্রমুখ।