ফেনী : ফেনীর দাগনভূইয়ায় ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক ও হেলপারসহ ৫জন দগ্ধ হওয়ার ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় বিএনপি জামায়াতের স্থানীয় ২৬ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
শুক্রবার বিকেলে দাগনভূইয়া থানার এসআই হাসান উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় পুলিশ উপজেলার মাতুভূইয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
দাগনভূইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে কুমিল্লা থেকে মাছ নিয়ে ১টি ট্রাক নোয়াখালির বসুরহাট যাওয়ার পথে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূইয়ার মাতুভূইয়া ব্রীজ এলাকায় পৌঁছলে ৭/৮জন দুর্বৃত্ত ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এসময় ট্রাকের চালক আবু ইউসূফ বাদল (৩৫), হেলপার ইউনুছ (২৮) ও মাছ ব্যবসায়ী মো. খোকন (৩০), মো. ওয়াসিম (২৬), মো. রবিউল (২৪) দগ্ধ হয়। আহতদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার মাতুভূইয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন, ইউনিয়ন শিবিরের সভাপতি ফরহাদ উদ্দিন রুবেল ও শিবির কর্মী আশরাফুল ইসলাম নোবেলকে গ্রেফতার করেছে।