ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলার জব্দ করেছে শুল্ক বিভাগ। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন জানান, সন্ধীপন ভট্টাচার্য (৪৫) নামের ওই ব্যক্তি ঢাকায় ভারতীয় দূতাবাসের ভিসা কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্যে এসব ডলার পাওয়া গেছে বলে তিনি জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ইন্ডিয়ান এয়ারলাইনসে করে সস্ত্রীক কলকাতায় যাওয়ার কথা ছিল এই কূটনীতিকের। তবে প্রয়োজনীয় কাগজপত্র তাঁর সঙ্গে না থাকায় এসব ডলার রেখে দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকরি করতেন। উপার্জিত এসব অর্থই সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বলে শুল্ক কর্তৃপক্ষকে জানিয়েছেন সন্ধীপন ভট্টাচার্য। তবে তিনি দেশে চলে যাননি।
তিনি আরো জানান, কাগজপত্র দেখাতে পারলে জব্দ করা ডলার ছেড়ে দেওয়া হবে।
সম্প্রতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার এক কূটনীতিকের কাছ থেকে অবৈধ সোনা আটক করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান