বাংলার খবর২৪.কম: সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার তার বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখা হয়।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ আসামিপক্ষের দেওয়া যুক্তি খ-ন শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর ট্রাইব্যুনাল রায় অপেক্ষমাণ রাখেন। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তবে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে কায়সারের পক্ষে অ্যাডভোকেট এসএম শাহজাহান যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এর পর রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর তুরিন আফরোজ ও রানা দাশ গুপ্ত পাল্টা যুক্তি উপস্থাপন করেন। মামলার চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষে যেকোনো দিন রায় দেওয়া হবে বলে আদেশ দেন আদালত।