যশোর : যশোরের রামনগর পিকনিক কর্নারের সামনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে দুই পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে মন্ত্রী খুলনার ফুলতলা থেকে যশোরের দিকে আসছিলেন। সেসময় মন্ত্রীর গাড়ি বহরটি যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট রামনগর পিকনিক কর্নার নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল গাড়ির সামনে পড়ে যায়। মোটরসাইকেলে থাকা চালকসহ ৩ জন যাত্রীকে বাঁচাতে গেলে মন্ত্রীর গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে করে দুর্ঘটনার শিকার হয় মন্ত্রীর গাড়ি। এ সময় আহত হয় ২ পুলিশ সদস্যসহ ৫ জন ।
দুর্ঘটনায় মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। আহত সদস্যদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান