ডেস্ক : শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। একই সাথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) থেকে বিদায় নিয়েছেন সিনিয়র তারকা অধিনায়ক মিসবাহ-উল হক ও অল রাউন্ডার শহিদ আফ্রিদি।
এবারের বিশ্বকাপ শেষ করে তারা ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন দলের সিনিয়র এ দুই তারকা। এখন থেকে টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগী হবেন অধিনায়ক মিসবাহ আর শহিদ আফ্রিদী।
মিসবাহ তো ১৬২টি ওডিআই ম্যাচ খেলে এতে তার সংগ্রহ শালায় যুক্ত হয়েছে ৫১২২ রান। ওয়ানডে ক্যারিয়ারে একবারও সেঞ্চুরির মুখ দেখেননি এই অধিনায়ক।
অন্যদিকে শহিদ আফ্রিদি ৩৯৮টি ওডিআই ম্যাচে অংশ নিয়ে তিনি সংগ্রহ করেছেন ৮০৬৪ রান। এই ছাড়াও এই অল রাউন্ডার মাত্র ৫ উইকেটের জন্য ৪০০ উইকেট ক্লাবে যোগ দিতে পারেননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান