পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

ভাইকিং নারীর লাশে ‘আল্লাহ’ লেখা আঙটি

ঢাকা: মুসলমানরা ইউরোপে পা রেখেছিল সেই অষ্টম শতকে। এসব দেশের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ার ভাইকিংদের সঙ্গে নাকি সেই সময় থেকেই যোগাযোগ ছিল আরব ও মুসলমানদের। তারই একটি প্রমাণ পাওয়া গেছে সুইডেনের একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র বিরকায়। সেখানে ৯ম শতাব্দির প্রাচীন একটি কবর খুঁড়ে এক মহিলার দেহাবশেষের সঙ্গে আরবিতে ‘আল্লাহর প্রতি’ বা ‘আল্লাহ্‌র উদ্দেশ্যে’ লেখা একটি আঙটি পাওয়া গেছে।

২০০৮ সালে আবুধাবির ন্যাশনাল সংবাদপত্রে লেখা এক নিবন্ধে ইতিহাসবিদ ফারহাত হুসেইন লিখেছেন, ভাইকিংরা রূপার প্রতি যতটা আকর্ষণবোধ করতো, সোনার প্রতি তাদের আগ্রহ ততটা ছিল না। ভাইকিং নারী কিংবা পুরুষের জন্য রূপা ছিল সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির প্রতীক। তারা মৃতের সাথেও রূপার অলঙ্কার কবর দিতো।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কবরটি খনন করেছেন সুইডেনের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জালমার স্টলপে। রূপার তৈরি এই আঙটিতে যে খুফিক আরবি লেখা রয়েছে তার প্রচলন ছিল ৮ম থেকে ১০ম শতাব্দিতে। পুরো স্ক্যন্ডিনেভিয়া জুড়ে এটি একমাত্র আরবি নিদর্শন। ওই নারীর পরনে ছিল স্ক্যান্ডিনেভিয়ার স্থানীয় পোশাক। ধারণা করা হচ্ছে ব্যবসার মাধ্যমে এনে এই আঙটি তাকে উপহার দেয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছে যে আঙটিটি বহু লোকে ব্যবহার করেনি।

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক সেবাস্টিয়ান ওয়ার্মল্যান্ডার এবং তার সহকর্মীরা বলছেন, ভাইকিংদের সাথে আব্বাসীয় খিলাফতের যে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিল এই আঙটি তারই প্রমাণ।

তারা বলছেন, আবার এমনও হতে পারে যে এই নারী কিংবা তার কোন ঘনিষ্টজন সম্ভবত আব্বাসীয় খলিফাদের শাসনাধীন আরব ভূখন্ড সফর করেছিলেন, বা ওই অঞ্চল থেকে এসেছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ,

ভাইকিং নারীর লাশে ‘আল্লাহ’ লেখা আঙটি

আপডেট টাইম : ০৬:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫

ঢাকা: মুসলমানরা ইউরোপে পা রেখেছিল সেই অষ্টম শতকে। এসব দেশের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ার ভাইকিংদের সঙ্গে নাকি সেই সময় থেকেই যোগাযোগ ছিল আরব ও মুসলমানদের। তারই একটি প্রমাণ পাওয়া গেছে সুইডেনের একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র বিরকায়। সেখানে ৯ম শতাব্দির প্রাচীন একটি কবর খুঁড়ে এক মহিলার দেহাবশেষের সঙ্গে আরবিতে ‘আল্লাহর প্রতি’ বা ‘আল্লাহ্‌র উদ্দেশ্যে’ লেখা একটি আঙটি পাওয়া গেছে।

২০০৮ সালে আবুধাবির ন্যাশনাল সংবাদপত্রে লেখা এক নিবন্ধে ইতিহাসবিদ ফারহাত হুসেইন লিখেছেন, ভাইকিংরা রূপার প্রতি যতটা আকর্ষণবোধ করতো, সোনার প্রতি তাদের আগ্রহ ততটা ছিল না। ভাইকিং নারী কিংবা পুরুষের জন্য রূপা ছিল সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির প্রতীক। তারা মৃতের সাথেও রূপার অলঙ্কার কবর দিতো।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কবরটি খনন করেছেন সুইডেনের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জালমার স্টলপে। রূপার তৈরি এই আঙটিতে যে খুফিক আরবি লেখা রয়েছে তার প্রচলন ছিল ৮ম থেকে ১০ম শতাব্দিতে। পুরো স্ক্যন্ডিনেভিয়া জুড়ে এটি একমাত্র আরবি নিদর্শন। ওই নারীর পরনে ছিল স্ক্যান্ডিনেভিয়ার স্থানীয় পোশাক। ধারণা করা হচ্ছে ব্যবসার মাধ্যমে এনে এই আঙটি তাকে উপহার দেয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছে যে আঙটিটি বহু লোকে ব্যবহার করেনি।

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক সেবাস্টিয়ান ওয়ার্মল্যান্ডার এবং তার সহকর্মীরা বলছেন, ভাইকিংদের সাথে আব্বাসীয় খিলাফতের যে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিল এই আঙটি তারই প্রমাণ।

তারা বলছেন, আবার এমনও হতে পারে যে এই নারী কিংবা তার কোন ঘনিষ্টজন সম্ভবত আব্বাসীয় খলিফাদের শাসনাধীন আরব ভূখন্ড সফর করেছিলেন, বা ওই অঞ্চল থেকে এসেছিলেন।