ডেস্ক: বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া। শুক্রবার পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ের ফলে ২৬ মার্চ সিডনিতে ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের ২১৩ রান তাড়া করে জিততে অবশ্য বেগ পেতে হয়েছে অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত শেন ওয়াটসনের ৬৪ আর গ্লেন ম্যাক্সওয়েলে ৪৪ রানের দুটি অপরাজিত ইনিংসের সুবাদে ৯৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে মাইকেল ক্লার্কে দল।
৫৯ রানে ফিঞ্চ, ওয়ার্নার আর ক্লার্ককে হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে বিপর্যয় থেকে রক্ষা করে স্টিভেন স্মির্থ ওয়াটসনের জুটি। চতুর্থ উইকেটে দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৮৯ রান।
তবে ওয়াটসনের ফিফটি ইনিংসে বড় কৃতিত্ব পাকিস্তানের ফিল্ডিংয়ের। ব্যক্তিগত চার রানের মাথায়ই ওয়াহাব রিয়াজের বলে রাহাত আলীর হাত থেকে বেঁচে যান ওয়াটসন।
ওয়াহাব রিয়াজেরই আরেকটি বলে 'নতুন জীবন' পান গ্লেন ম্যাক্সওয়েল। এই ক্যাচটি মিস করেন সোহাইল খান।
তবু অবশ্য পাকিস্তানের সফল বোলার ওয়াহাব রিয়াজই। ৯ ওভার বল করে দুই উইকেট নিয়ে হয়ে গেছেন যুগ্মভাবে বিশ্বকাপের তৃতীয় উইকেটশিকারী।
যেটি অবশ্য বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় রুখতে পারেননি।
দিনের শুরুতে টস জিতলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোরবোর্ডে বড় রান পারেনি পাকিস্তান।
প্রথম ৬ ওভারের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার।
গ্রুপ পর্বে শেষ ম্যাচে সেঞ্চুরি করা সরফরাজ মিচেল স্টার্কে বলে ক্যাচ দেন দ্বিতীয় সিøপে। দলীয় ২৪ রানের মাথায় জশ হ্যাজেলউডের বলে প্রায় একইভাবে তৃতীয় সিøপে ক্যাচ দিয়ে ফেরেন আহমেদ শেহজাদ।
তৃতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৭৩ রানের জুটি গড়েন হারিস সোহাইল-মিসবাহ উল হক। তবে চারের নিচে থাকা রানরেটকে বাড়াতে গিয়ে ম্যাক্সওয়েলকে উইকেট ছুড়ে দিয়ে আসেন মিসবাহ।
৫৯ বলে খেলা ৩৪ রানের রানের দুটি ছয়ের পর আরেকটি খেলতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন অ্যারন ফিঞ্চের হাতে।
৯৭ রানে তৃতীয় উইকেট পতনের পর ফের ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তান। স্কোরবোর্ডে ১২৪ রান তুলতেই মিসবাহ'র পথ ধরে সাজঘরে ফেরেন উমর আকমল, হারিস সোহাইল।
হারিসের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪১ রান।
১২৪ রানে পঞ্চম উইকেট পতনের পর শোয়েব মাকসুদকে নিয়ে দেড়শ পার করেন শহিদ আফ্রিদি। ক্যারিয়ার সায়াহ্নের ম্যাচে 'বুম বুম' ১৫ বলে ৩ চার ১ ছয়ে করেন ২৩ রান।
এই ম্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে ভারতের বিপক্ষে।
শেষ পর্যন্ত পাকিস্তানের স্কোর দুইশ ছাড়ায় শোয়েব মাকসুদের ২৯, ওয়াহাব রিয়াজের ১৬ আর এহসান আদিলের ১৫ রানে ভর করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান