চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারদুর্গাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী নারীদের হামলায় আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
নিহত আমেনা উপজেলার পারদূর্গাপুর গ্রামের মৃত ছানোয়ারের স্ত্রী।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে ।
শুক্রবার সকাল ১০ টায় পুলিশ নিহতের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমেনা বেগমের সাথে প্রতিবেশী চায়না বেগমের কথা কাটা-কাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর চায়না ও তার মেয়ে জেসমিন সহ ৭-৮ জন নারী একত্রিত হয়ে আমেনার উপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা অবনতি হলে রাতেই কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পুলিশ রাতেই চায়না বেগম ও তার মেয়ে জেসমিন খাতুনকে গ্রেফতার করে।
শুক্রবার সকালে আলমডাঙ্গা থানা পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।
আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান