বাংলার খবর২৪.কম: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বাগেরহাটের খান আকরাম হোসেন, আবদুল লতিফ তালুকদার এবং সিরাজ মাস্টারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।
বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এনায়েতুর রহিম এর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
অন্যদিকে এই ট্রাইব্যুনাল আবদুল লতিফ তালুকদারের জামিন বিষয়ে আগামী ২৮ আগস্ট শুনানীর জন্য দিন ধার্য করেন।