ঢাকা : বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ- ভারত ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটি চত্বর ও বিভিন্নস্থানে প্রতিবাদ মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।
এতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছে। টিএসসিতে আম্পায়ারের কুশ পুত্তুলিকা দাহ করা হয়। তাদের মতে আম্পায়ারের বাজে ও ভুল সিদ্ধান্ত ‘নো’ বলের সুবাদে রোহিত শর্মা বেঁচে যান।এছাড়া মাশরাফির এলবিডাব্লিউ আপিলটিও খারিজ করে দেয়া হয়।
অন্যদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচটির ব্যাপারে সঠিক ভাবে পর্যালোচনা করা হয়নি। যা বিতর্কিত ছিল। সেখানে তাকে আউট ঘোষণা করা হয়।
এদিকে, বিশ্বকাপে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আপিল করবে বাংলাদেশ জানিয়েছেন আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।