ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় বেসরকারি এসএসএস নামক একটি এনজিও অফিসে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুইজন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে ফেরদৌস আহমেদ (৩০) ও রাতে মো. আসলাম (২৭) মারা যান।
এনজিওটির জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকালে আসলামের বড় ভাই নাসির উদ্দিন (৩০) মারা যান। আগুনের ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল।
গত ১৫ মার্চ এনজিওর ওই অফিসে আগুন লাগে। বিদ্যূমিস্ত্রী নাসির ও তার ভাই মোহাম্মদ আসলাম রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চবটির রূপসী হাউজিংয়ে অবস্থিত সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) অফিসে ফ্যান মেরামত করতে যান। এ সময় বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে। গ্যাসের একটি পাইপের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সাতজন দগ্ধ হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান