ঢাকা : সরকারকে অস্ত্র ও বোমা উদ্ধারের নামে নাটক বন্ধ করার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। এ সময় তিনি বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া ও গ্রেফতার বন্ধ করারও আহবান জানান।
বৃহস্পতিবার ২০ দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “লাখো শহীদের রক্তে স্বাধীন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গণতন্ত্র প্রিয় জনগণের কাঁধের উপর সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা অনির্বাচিত ও অবৈধ সরকার তার স্বৈরশাসন টিকিয়ে রাখতে ক্রমাগত অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকা- ও অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক সাজিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতের ব্যক্তিদের পাশাপাশি নিরিহ নিরপরাধ মানুষদের গ্রেফতার চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশ-বিদেশের মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘসহ মুক্ত বিশ্বের ক্রমাগত আহ্বান অগ্রাহ্য করে ক্ষমতালোভী সরকার আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা না করে একদিকে গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম বলে জেল, জুলুম, হত্যা, নির্যাতন দিয়ে স্তব্ধ করার বৃথা চেষ্টা করছে অন্যদিকে আমাদের দেশটাকে সন্ত্রাসী ও জঙ্গী দেশ হিসাবে চিহ্নিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার আত্মবিনাশী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা সরকারের দেশ বিরোধী, গণবিরোধী এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা জানাই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান