ফেনী : জেলার ছাগলনাইয়া থেকে অপহৃত দুই বছরের কন্যা শিশু তাসরিফা জামাল সিমরানকে ২৪ ঘন্টা পর চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থেকে উদ্ধার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার দুপুরে ভুজপুর থানার ছিকনছড়া মাস্টার পাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অপহৃত শিশুর খালু শরীফুল ইসলামকে আটক করেছে র্যাব। র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে ছাগলনাইয়ার সমিতি বাজার এলাকার নিজ বাড়ি থেকে শরীফুল ইসলাম শিশু সিমরানকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে সিমরানকে হত্যার হুমকিও দেয় তারা। ওই রাতেই র্যাব-৭ ফেনী ক্যাম্পে অভিযোগ করে শিশুটির পরিবার। পরে অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাক করে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভুজপুর এলাকার চিকনচরা মাস্টার পাড়ার ওয়াদুদ সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে সিমরানকে উদ্ধার করে র্যাব।
তিনি আরো জানান, অপহরণের সঙ্গে জড়িত শরিফুল ইসলামের অপর দুই সহযোগি মো. নবী ও মো. লোকমান পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান