ঢাকা: খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে পরিবর্তন করা হয়েছে। অধিদফতরে নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী। অন্যদিকে খাদ্য অধিদফতরের ডিজি মো. সারওয়ার খানকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর খাদ্য অধিদফতরের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছিলেন সরওয়ার খান।
এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের (ফেইজ-৩) পরিচালক (অতিরিক্ত সচিব) এমদাদ হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের পরিচালক মো. শহিদ বখতিয়ার আলমকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এমএ মান্নান হাওলাদারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক প্রিয় জ্যোতি খীসাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং উচ্চফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন, পাট পচন প্রকল্পের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন যুগ্মসচিব রুহিদাস যোদ্দারকে ওএসডি করা হয়েছে।
ওএসডি যুগ্মসচিব মো. মাহমুদ-উল-হককে সেকায়েপ প্রকল্পের পরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মো. আমিনুল বর চৌধুরীকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।