চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালি গ্রামে আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীনের বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি গুদামঘর ভস্মিভূত হয়।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি পেট্রলবোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার কোটালী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীনের বাড়িতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। বোমা হামলায় একটি গুদাম ঘরে আগুন ধরে গেলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রলবোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।
আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ বোমা হামলা চালানো হয়েছে।
বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে বোমা হামলা চালানো হয়েছে তা জানা যায় নি। তবে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান