ডেস্ক : ঢাকার আকাশে আজ মেঘের আনাগোনা দেখা গেছে। এক পশলা বৃষ্টির স্বস্তিতেও ভিজেছে রাজধানীবাসী। তবে মেলবোর্নের আকাশও যদি বৃহস্পতিবার একই রকম বৃষ্টিস্নাত হয় তা হবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি দুঃসংবাদ।
বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃহস্পতিবার মেলবোর্নে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টা ৩০ মিনিটে দিকে।
ইতিমধ্যে বাংলাদেশ-ভারত উভয় দলই নিজেদের প্রস্তত সেরে ফেলেছে। কিন্তু অস্ট্রেলিয়ার আবহাওয়া বিশ্লেষকগণ বলেছে অন্য কথা। মেলবোর্নে বৃহস্পতিবার বৃষ্টি হানা দিতে পারে।
যদিও মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে- বিকেল বা সন্ধ্যা নাগাদ বৃষ্টি হওয়া সম্ভাবনাই বেশি।
এদিকে বাংলাদেশ ভারত ম্যাচে বৃষ্টি হানা দিলে কি হবে তাই নিয়ে ভাবছেন অনেকেই। বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত ম্যাচের খেলা না হলে ‘মূল খোলোয়াড়’ হবে আইসিসির নিয়ম ও বৃষ্টি।
এবারের বিশ্বকাপে আইসিসির সিদ্ধান্ত হল- বৃষ্টির কারণে কোনো ম্যাচে উভয় দল সর্বনিম্ন ২০ ওভার করে খেলতে না পারলে পরবর্তী ‘রিজার্ভ ডে’ তে সেই খেলা হবে।
রিজার্ভ দিনেও বৃষ্টি বাগড়ায় খেলা না হলে গ্রুপ পর্বে পারফরম্যান্স বিবেচনায় সেমিফাইনালে যাবে একটি দল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান