দিনাজপুর : দিনাজপুরের রানীবন্দরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় পেট্রলবোমা থেকে রক্ষা পেতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মানিক শাহ’র রাইস মিলের প্রাচীরে ধাক্কা লাগে। এতে বাসের চালকসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার রাত ৯ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরের পুরাতন চেয়ারম্যান পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও জেলা থেকে সানিয়া ডিলাক্স নামে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে আনুমানিক রাত ৯টায় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এ সময় পেট্রলবোমা থেকে রক্ষা পেতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে মানিক শাহ’র রাইস মিলে প্রাচীরে ধাক্কা লাগে। প্রাচীর ভেঙ্গে বাসটি রাইস মিলে ঢুকে যায়। এতে বাসের যাত্রী হামিদুল ইসলাম (৩০), রিনা (২০), সুদেব দাস (৪০), মাহবুব (৩৫) ও বাসের চালক সহ ৫ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সত্যতা স্বীকার করলেও পেট্রলবোমা হামলার বিষয়টি স্বীকার করেননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান