নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে যাত্রীবাহী বিআরটিসি দু’তলা বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪জন যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ১ জন আহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভৈরব থেকে ঢাকাগামী বিআরটিসি দু’তলা বাসটি দড়িকান্দি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভৈরব গামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৪জন নিহত ও ১জন গুরুতর আহত হয়। আহত যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলাব থানার ওসি (তদন্ত) আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান