ঢাকা: স্বামী সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে যাবেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী।
বুধবরা রাতে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, স্বামীকে খুঁজে বের করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিতেই গণভবনে যাবেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে আসছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। গত ১০ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ।
তবে সরকারের পক্ষ থেকে অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে আটক করতে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ নিয়ে সালাহ উদ্দিনের স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, হাইকোর্টে গেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবার সর্বশেষ আশ্রয় হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন।