ঢাকা: যে কোনো সময় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে পারেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা- ৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
হাজী সেলিম বলেন, ‘সিটি নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিতে হবে এটা জেনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা দক্ষিণের জনগন আমাকে বলেছেন সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে সিটি নির্বাচন করতে তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে আপত্তি নেই।’
তিনি আরো বলেন, ‘জনগণের জন্য রাজনীতি করি। জনগণের কথা রাখতে মেয়র নির্বাচন করবো। আমি মাঠের লোক। ওয়ার্ড কমিশনার ছিলাম, ভারপ্রাপ্ত মেয়র ছিলাম।’
প্রসঙ্গত, নির্বাচনী বিধি অনুযায়ী কোনো সাংসদ মেয়র নির্বাচন করতে চাইলে পদ থেকে ইস্তফা দিতে হয়।
সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাটানো পোস্টার ও বিলবোর্ড আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেন সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ। এ প্রসঙ্গে হাজী সেলিম বলেন, ‘কমিশনের বেধে দেয়া ৪৮ ঘণ্টার আগে প্রচারণামূলক সব পোস্টার বিলবোর্ড সরিয়ে নেয়া হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান